"That girl is something! She's Brave, Smart, Stubborn, Reckless!" আমাদের চারপাশে প্রতিদিন কতশত মানুষকে দেখতে পাই। প্রায়ই ধরে নি এরা সবাই আমার মতই সাধারণ। কিন্তু সত্যিই কি তাই? সাধারণের ভিড়ে মিশে থাকে অনেক অসাধারণ মুখ! যেমন- ইভা সেন! ইভা সেন! কে সে? নাহ্ সে কোনো কেউকেটা নয়, সাধারণ পাশের বাড়ির মেয়ে যেন, অন্তর্মুখী, লাজুক প্রকৃতির। কিন্তু আসলে কে এই ইভা? গত দশ বছর সে ছিল কোথায়? তার মা-বাবাই বা কোথায়? কেউই জানে না! ঠিক যেন বলতে গেলে 'ভূত'! বাইরের পরিচয় অবশ্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর! তবে তার অপর পরিচয়? ইভা সেন কোনো সাধারণ মেয়ে নয়,যতই দেখতে হোক। কলকাতা পুলিশের এক গোপনীয় আনঅফিসিয়াল কর্মী, মুয়ে থাই নামক মার্শাল আর্টে স্পেশালিস্ট ইভার কাছে সর্বদা থাকে তার প্রিয় সিগ সয়্যাঁর পিস্তল আর কোল্ড স্টিল ট্যাকটিক্যাল ছুরি! **************** সি আই এ এবং র'র এক যৌথ ক্ল্যানডেস্টাইন অপারেশনে ধ্বংস হয়ে যায় এক শিশু পাচারকারী সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু বেঁচে যায় সংগঠনের মাথা! পায়ের তলার মাটি খোঁজার জন্য মরিয়া হয়ে তারা হাত মেলায় অপর এক পাচারকারী চক্রের সাথে! কাজের জন্য বেছে নেয় বাংলা সহ ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ। এরকমই এক কেসের দায়িত্ব পায় ইভা সেন। তারপর? ইভা কি পারবে তার কাজে সফল হতে? নাকি সেও হারিয়ে যাবে তার এক অন্ধকারময় অতীতের কালো অতল গহ্বরে?
"That girl is something! She's Brave, Smart, Stubborn, Reckless!" আমাদের চারপাশে প্রতিদিন কতশত মানুষকে দেখতে পাই। প্রায়ই ধরে নি এরা সবাই আমার মতই সাধারণ। কিন্তু সত্যিই কি তাই? সাধারণের ভিড়ে মিশে থাকে অনেক অসাধারণ মুখ! যেমন- ইভা সেন! ইভা সেন! কে সে? নাহ্ সে কোনো কেউকেটা নয়, সাধারণ পাশের বাড়ির মেয়ে যেন, অন্তর্মুখী, লাজুক প্রকৃতির। কিন্তু আসলে কে এই ইভা? গত দশ বছর সে ছিল কোথায়? তার মা-বাবাই বা কোথায়? কেউই জানে না! ঠিক যেন বলতে গেলে 'ভূত'! বাইরের পরিচয় অবশ্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর! তবে তার অপর পরিচয়? ইভা সেন কোনো সাধারণ মেয়ে নয়,যতই দেখতে হোক। কলকাতা পুলিশের এক গোপনীয় আনঅফিসিয়াল কর্মী, মুয়ে থাই নামক মার্শাল আর্টে স্পেশালিস্ট ইভার কাছে সর্বদা থাকে তার প্রিয় সিগ সয়্যাঁর পিস্তল আর কোল্ড স্টিল ট্যাকটিক্যাল ছুরি! **************** সি আই এ এবং র'র এক যৌথ ক্ল্যানডেস্টাইন অপারেশনে ধ্বংস হয়ে যায় এক শিশু পাচারকারী সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু বেঁচে যায় সংগঠনের মাথা! পায়ের তলার মাটি খোঁজার জন্য মরিয়া হয়ে তারা হাত মেলায় অপর এক পাচারকারী চক্রের সাথে! কাজের জন্য বেছে নেয় বাংলা সহ ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ। এরকমই এক কেসের দায়িত্ব পায় ইভা সেন। তারপর? ইভা কি পারবে তার কাজে সফল হতে? নাকি সেও হারিয়ে যাবে তার এক অন্ধকারময় অতীতের কালো অতল গহ্বরে?