ছোট ছোট কুঁড়েঘরগুলো পানিতে নাক ডুবিয়ে বসে আছে। গাছের কোটরে সাপ-ব্যাঙ বাস্তুতন্ত্রের নিয়ম ভঙ্গ করে এক সাথে আশ্রয় নিয়েছে। ঘোলা পানিতে প্রায়ই ভেসে যাচ্ছে পেট ফোলা গরু আর মানুষের লাশ। দরিদ্র বাবা আড়াই সের চালের বিনিময়ে মেয়ে বিক্রি করতে ছুটে যাচ্ছে বাবুদের নৌকায়। রাতের আঁধারে বউ পালিয়ে যাচ্ছে ঢাউস পেটের লম্পটের কাছে। ঠিক সেই সময় আটাশী সালের ভয়ংকর বন্যায় আমেরিকা ফেরত শহুরে ভব্য একটি ছেলে নদীতে নৌকা ভাসিয়েছে দুজন মাঝি নিয়ে।
ছোট ছোট কুঁড়েঘরগুলো পানিতে নাক ডুবিয়ে বসে আছে। গাছের কোটরে সাপ-ব্যাঙ বাস্তুতন্ত্রের নিয়ম ভঙ্গ করে এক সাথে আশ্রয় নিয়েছে। ঘোলা পানিতে প্রায়ই ভেসে যাচ্ছে পেট ফোলা গরু আর মানুষের লাশ। দরিদ্র বাবা আড়াই সের চালের বিনিময়ে মেয়ে বিক্রি করতে ছুটে যাচ্ছে বাবুদের নৌকায়। রাতের আঁধারে বউ পালিয়ে যাচ্ছে ঢাউস পেটের লম্পটের কাছে। ঠিক সেই সময় আটাশী সালের ভয়ংকর বন্যায় আমেরিকা ফেরত শহুরে ভব্য একটি ছেলে নদীতে নৌকা ভাসিয়েছে দুজন মাঝি নিয়ে।