সৈয়দ মুজতবা আলীর লেখা ৩৭টি দুর্লভ অপ্রকাশিত চিঠি একত্রিত হলো এই সংকলনে। বহু বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বকেই মুজতবা আলী নিজে নিয়মিত চিঠি লিখতেন, পৃথিবীর নানা প্রান্তে থাকা তাঁর ভক্ত-পাঠকদের পাঠানো চিঠির জবাবও পত্রাকারে দিতে কার্পণ্য করতেন না। মওলানা ভাসানী, আবু সয়ীদ আইয়ুব, কামরুদ্দীন আহমদ, আবদুল কাদির, পরিমল গোস্বামী, শামসুর রাহমান কি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সুপরিচিত মানুষদের কাছে লেখা তাঁর চিঠি এই সংকলনে মিলবে। সঙ্গে আছে কিছু পারিবারিক চিঠিপত্র। স্পষ্টভাষী সুরসিক মুজতবা আলীর মানসজগৎ ও সাহিত্য- সমাজচিন্তা সম্পর্কে জানার জন্য এই চিঠিগুলো অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হবে। পাওয়া যাবে তাঁর জীবনের কতিপয় অজানা কৌতূহলোদ্দীপক অধ্যায়ের সন্ধানও।
সৈয়দ মুজতবা আলীর লেখা ৩৭টি দুর্লভ অপ্রকাশিত চিঠি একত্রিত হলো এই সংকলনে। বহু বিখ্যাত বাঙালি ব্যক্তিত্বকেই মুজতবা আলী নিজে নিয়মিত চিঠি লিখতেন, পৃথিবীর নানা প্রান্তে থাকা তাঁর ভক্ত-পাঠকদের পাঠানো চিঠির জবাবও পত্রাকারে দিতে কার্পণ্য করতেন না। মওলানা ভাসানী, আবু সয়ীদ আইয়ুব, কামরুদ্দীন আহমদ, আবদুল কাদির, পরিমল গোস্বামী, শামসুর রাহমান কি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সুপরিচিত মানুষদের কাছে লেখা তাঁর চিঠি এই সংকলনে মিলবে। সঙ্গে আছে কিছু পারিবারিক চিঠিপত্র। স্পষ্টভাষী সুরসিক মুজতবা আলীর মানসজগৎ ও সাহিত্য- সমাজচিন্তা সম্পর্কে জানার জন্য এই চিঠিগুলো অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হবে। পাওয়া যাবে তাঁর জীবনের কতিপয় অজানা কৌতূহলোদ্দীপক অধ্যায়ের সন্ধানও।