"ডাইনী" আর "ডাইনী পুনরাগমন" বই দুইটি প্রকাশ হবার পরে মনে হলো ডাইনী জীবনের গল্প এখনও বাকি। তাছাড়া অসংখ্য পাঠক জানিয়েছেন তারা সিরিজের পরবর্তী বই পড়তে আগ্রহী। তাই আবার ডাইনী এলো! বইয়ের নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাই সিরিজের শেষ বই। হয়তো ডাইনীর সব রহস্যের জট খুলবে নতুন এই গল্পে। এই সিরিজের প্রথম বই "ডাইনী" তে আমরা রহস্যময়ীর দেখা পাই যে চিরযৌবন আর অমরত্বের নেশায় "তামালিক" পুরুষ খুঁজে বেড়ায়। কারণ সেই তামালিক পুরুষে লুকিয়ে আছে ডাইনীর জীবনীশক্তি। মানব মনের গোপন কথা জেনে ফেলার আশ্চর্য ক্ষমতা ডাইনীর আছে। এক সময় মনে হতে থাকে মানুষকে নিয়ন্ত্রণ করার নেশা তামালিক পুরুষকে বশ করার আকাঙ্ক্ষার চেয়ে কোনো অংশে কম নয়। ডাইনীর জীবনেই উত্থান পতনের শেষটা হয় মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়ে। "ডাইনী পুনরাগমন" বইতে শাহানা এসেছে তার জীবনে ঘটে যাওয়া ভয়ানক এক অন্যায়ের প্রতিশোধ নিতে। প্রতিশোধের তীব্রতায় তার ভেতরে ধীরে ধীরে জন্ম হয় ভিন্ন এক শাহানার। গল্পের শেষে শাহানা কোন এক লেখকের আগমনের অপেক্ষা করে । কারণ লেখক তার জীবনের প্রথম তামালিক পুরুষ। এই তামালিক পুরুষের জীবনীশক্তি গ্রহণ করে শাহানা অম্লান হতে চায়। কিন্তু শাহানার ডাকে লেখক আসবে তো? "ডাইনী সমাপ্তি" লিখতে আমি প্রায় দুই বছর সময় নিয়েছি, নানা ভাবে গল্পের ধারা বদল করেছি কারণ ডাইনীকে নিয়ে পাঠকের প্রত্যাশা আকাশচুম্বী। সিরিজের এই শেষ গল্পের শুরু এক অঘটন দিয়ে । তারপর জানা যাবে কোথায় ডাইনী শক্তির শুরু আর কোথায় তার শেষ। ডাইনী গল্পের রোমাঞ্চকর এই যাত্রা পাঠকের সব কৌতূহল মেটাবে আশা করি।
"ডাইনী" আর "ডাইনী পুনরাগমন" বই দুইটি প্রকাশ হবার পরে মনে হলো ডাইনী জীবনের গল্প এখনও বাকি। তাছাড়া অসংখ্য পাঠক জানিয়েছেন তারা সিরিজের পরবর্তী বই পড়তে আগ্রহী। তাই আবার ডাইনী এলো! বইয়ের নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাই সিরিজের শেষ বই। হয়তো ডাইনীর সব রহস্যের জট খুলবে নতুন এই গল্পে। এই সিরিজের প্রথম বই "ডাইনী" তে আমরা রহস্যময়ীর দেখা পাই যে চিরযৌবন আর অমরত্বের নেশায় "তামালিক" পুরুষ খুঁজে বেড়ায়। কারণ সেই তামালিক পুরুষে লুকিয়ে আছে ডাইনীর জীবনীশক্তি। মানব মনের গোপন কথা জেনে ফেলার আশ্চর্য ক্ষমতা ডাইনীর আছে। এক সময় মনে হতে থাকে মানুষকে নিয়ন্ত্রণ করার নেশা তামালিক পুরুষকে বশ করার আকাঙ্ক্ষার চেয়ে কোনো অংশে কম নয়। ডাইনীর জীবনেই উত্থান পতনের শেষটা হয় মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়ে। "ডাইনী পুনরাগমন" বইতে শাহানা এসেছে তার জীবনে ঘটে যাওয়া ভয়ানক এক অন্যায়ের প্রতিশোধ নিতে। প্রতিশোধের তীব্রতায় তার ভেতরে ধীরে ধীরে জন্ম হয় ভিন্ন এক শাহানার। গল্পের শেষে শাহানা কোন এক লেখকের আগমনের অপেক্ষা করে । কারণ লেখক তার জীবনের প্রথম তামালিক পুরুষ। এই তামালিক পুরুষের জীবনীশক্তি গ্রহণ করে শাহানা অম্লান হতে চায়। কিন্তু শাহানার ডাকে লেখক আসবে তো? "ডাইনী সমাপ্তি" লিখতে আমি প্রায় দুই বছর সময় নিয়েছি, নানা ভাবে গল্পের ধারা বদল করেছি কারণ ডাইনীকে নিয়ে পাঠকের প্রত্যাশা আকাশচুম্বী। সিরিজের এই শেষ গল্পের শুরু এক অঘটন দিয়ে । তারপর জানা যাবে কোথায় ডাইনী শক্তির শুরু আর কোথায় তার শেষ। ডাইনী গল্পের রোমাঞ্চকর এই যাত্রা পাঠকের সব কৌতূহল মেটাবে আশা করি।