হত্যার বিভীষিকা মেশানো পুরী বা বাড়ি, অথবা পুরী শহরে হত্যাকাণ্ড— বিখ্যাত রহস্য-রোমাঞ্চ লেখক জটায়ুর দেওয়া ‘হত্যাপুরী’ নামটি দু’-অর্থেই সার্থক। হ্যাঁ, ফেলুদার এই নতুন রক্তাক্ত অ্যাডভেঞ্চারের ঘটনাস্থল পুরী-শহর। আর এই নতুন পরিবেশে অপরাধ এবং অপরাধী দুই-ই নতুন ধরনের। ফেলুদার মতো দুর্ধর্ষ গোয়েন্দাকেও হতচকিত হতে হয়েছিল প্রথমটা। কেননা, পুরী শহরের এই হত্যাকাণ্ডের পিছনে বারবার যে-জায়গাটার রহস্য মিশে রয়েছে তা হল নেপাল। বস্তুত, নেপালে যে-ঘটনার সূত্রপাত তারই জের টেনে পরপর দু’-দুটি খুনের মুখোমুখি হতে হল ফেলুদাকে, সমুদ্রতীরে হাওয়াবদলের ইচ্ছে বিসর্জন দিয়ে লেগে পড়তে হল গোয়েন্দাগিরিতে। সঙ্গে অকৃত্রিম তোপসে আর জটায়ু।
নেপালে না গিয়েও পুরনো নাটকের যবনিকা কীভাবে নতুন করে সরালেন ফেলুদা, কী করে ধরলেন এক অতি ধুরন্ধর অপরাধী ও তার শাগরেদ ধূর্ত, ফন্দিবাজ এক ভেকধারীকে, তাই নিয়েই এক অসামান্য রহস্য-উপন্যাস ‘হত্যাপুরী’। সঙ্গে সত্যজিৎ রায়ের অনন্য অজস্র ইলাসট্রেশন এবং তাঁরই আঁকা প্রচ্ছদপট।
হত্যার বিভীষিকা মেশানো পুরী বা বাড়ি, অথবা পুরী শহরে হত্যাকাণ্ড— বিখ্যাত রহস্য-রোমাঞ্চ লেখক জটায়ুর দেওয়া ‘হত্যাপুরী’ নামটি দু’-অর্থেই সার্থক। হ্যাঁ, ফেলুদার এই নতুন রক্তাক্ত অ্যাডভেঞ্চারের ঘটনাস্থল পুরী-শহর। আর এই নতুন পরিবেশে অপরাধ এবং অপরাধী দুই-ই নতুন ধরনের। ফেলুদার মতো দুর্ধর্ষ গোয়েন্দাকেও হতচকিত হতে হয়েছিল প্রথমটা। কেননা, পুরী শহরের এই হত্যাকাণ্ডের পিছনে বারবার যে-জায়গাটার রহস্য মিশে রয়েছে তা হল নেপাল। বস্তুত, নেপালে যে-ঘটনার সূত্রপাত তারই জের টেনে পরপর দু’-দুটি খুনের মুখোমুখি হতে হল ফেলুদাকে, সমুদ্রতীরে হাওয়াবদলের ইচ্ছে বিসর্জন দিয়ে লেগে পড়তে হল গোয়েন্দাগিরিতে। সঙ্গে অকৃত্রিম তোপসে আর জটায়ু।
নেপালে না গিয়েও পুরনো নাটকের যবনিকা কীভাবে নতুন করে সরালেন ফেলুদা, কী করে ধরলেন এক অতি ধুরন্ধর অপরাধী ও তার শাগরেদ ধূর্ত, ফন্দিবাজ এক ভেকধারীকে, তাই নিয়েই এক অসামান্য রহস্য-উপন্যাস ‘হত্যাপুরী’। সঙ্গে সত্যজিৎ রায়ের অনন্য অজস্র ইলাসট্রেশন এবং তাঁরই আঁকা প্রচ্ছদপট।