একজন ঘোড়াবিলাসী মানুষের বিচিত্র অভিযানের আখ্যান। যে অভিযানে সমাজের অভ্যন্তর খুঁড়ে ফেলেছে ঘোড়সওয়ার নাজিম। তার যাত্রায় জ্যোৎস্না, ফসলের খেত, বাজার, নানা কিসিম, নানা লোকজন ছিল।... আর এই ঘোড়াবিলাসী মানুষটির জীবনদর্শনই বদলে যেতে থাকে ঘটনার বিচিত্র অভিঘাতে। কিস্সার চরিত্ররা এই আখ্যান যেন নিজেরা গড়েছে, তারা তাদের ইচ্ছেডানা মেলে ধরেছে, কথোপকথনের অপ্রত্যাশিত চমক যেমন গড়ে দিয়েছে, তেমনি কাহিনিকে করেছে কল্পনাস্পর্শী, অভ্যন্তরে বাস্তবতার রং মুছে ফেলতে দেয়নি। সমাজের অভ্যন্তর কথায় এই আখ্যান হয়ে উঠেছে গভীর মননস্পর্শী।
একজন ঘোড়াবিলাসী মানুষের বিচিত্র অভিযানের আখ্যান। যে অভিযানে সমাজের অভ্যন্তর খুঁড়ে ফেলেছে ঘোড়সওয়ার নাজিম। তার যাত্রায় জ্যোৎস্না, ফসলের খেত, বাজার, নানা কিসিম, নানা লোকজন ছিল।... আর এই ঘোড়াবিলাসী মানুষটির জীবনদর্শনই বদলে যেতে থাকে ঘটনার বিচিত্র অভিঘাতে। কিস্সার চরিত্ররা এই আখ্যান যেন নিজেরা গড়েছে, তারা তাদের ইচ্ছেডানা মেলে ধরেছে, কথোপকথনের অপ্রত্যাশিত চমক যেমন গড়ে দিয়েছে, তেমনি কাহিনিকে করেছে কল্পনাস্পর্শী, অভ্যন্তরে বাস্তবতার রং মুছে ফেলতে দেয়নি। সমাজের অভ্যন্তর কথায় এই আখ্যান হয়ে উঠেছে গভীর মননস্পর্শী।