আচ্ছা প্রেম জিনিসটা কী? মানব-মানবীর হৃদয়ের ব্যামো? শরীরের আকুলিবিকুলি? নাকি মনের উচাটন৷ তারপর প্রশ্ন প্রেমে কি মানুষের মনোপলি? একমাত্র পুরুষমানুষের ইচ্ছে করে স্ত্রী-মানুষের ঠোঁটে ঠোঁট রাখতে? অথবা উলটোটা৷ ঠিক সময়ে ঠোঁটে ঠোঁট না রাখলে কী হয়? হিন্দোল তার তৎকালীন প্রেমিকা করবীকে চুমু খেতে গিয়ে কামড়ে দিয়েছিল নাক। আর যারা প্রেতলোকের বাসিন্দা! জ্বলন্ত চুল্লিতে রক্তমাংসের শরীরের সঙ্গে সঙ্গে প্রেমও কি ছাই হয়ে গেছে? এসব নিয়েই উল্লাস মল্লিকের সরস আখ্যান ‘হৃদয়ঘটিত'।
আচ্ছা প্রেম জিনিসটা কী? মানব-মানবীর হৃদয়ের ব্যামো? শরীরের আকুলিবিকুলি? নাকি মনের উচাটন৷ তারপর প্রশ্ন প্রেমে কি মানুষের মনোপলি? একমাত্র পুরুষমানুষের ইচ্ছে করে স্ত্রী-মানুষের ঠোঁটে ঠোঁট রাখতে? অথবা উলটোটা৷ ঠিক সময়ে ঠোঁটে ঠোঁট না রাখলে কী হয়? হিন্দোল তার তৎকালীন প্রেমিকা করবীকে চুমু খেতে গিয়ে কামড়ে দিয়েছিল নাক। আর যারা প্রেতলোকের বাসিন্দা! জ্বলন্ত চুল্লিতে রক্তমাংসের শরীরের সঙ্গে সঙ্গে প্রেমও কি ছাই হয়ে গেছে? এসব নিয়েই উল্লাস মল্লিকের সরস আখ্যান ‘হৃদয়ঘটিত'।