এই গ্রন্থে সংকলিত করা হয়েছে প্রকাশিত ও প্রকাশিত ছয়টি কাহিনীকে, যেগুলোর প্রতিটিই হানা দিয়েছে মানবমনের অন্ধকার অলিগলিতে, নির্দয়ভাবে অন্বেষণ করেছে মানুষের অবচেতনে লুকিয়ে থাকা রিপুকে।
এতে রয়েছেঃ
লিলি ভীমরতি অপাংক্তেয় ডুবুরী রিভেঞ্জ অনাহুত
ইচ্ছাকৃতভাবেই কিছু গল্পে রয়েছে অতিপ্রাকৃত হাতছানি, যুক্তি যেখানে মূক হয়ে যায়, সেখানে হানা দেয় অশরীরী অলৌকিকতা। আবার কিছু গল্প বোনা হয়েছে একেবারেই সাধারণ সামাজিক আবরণে। কিছু গল্প কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, কিছু গল্প সেই সীমারেখা না অতিক্রম করলেও প্রাপ্তমনস্কদের জন্য বটেই।
সাদৃশ্য একটাই, প্রতিটা কাহিনীতেই রয়েছে অপরাধী, কিন্তু তারা কেউই তথাকথিত দাগী আসামী নয়। বরং, আশপাশের সুস্থ স্বাভাবিক মানুষের মনের অবচেতনে লুকিয়ে থাকা বিষেরই খোঁজ করা হয়েছে গোটা সংকলনে।
এই গ্রন্থে সংকলিত করা হয়েছে প্রকাশিত ও প্রকাশিত ছয়টি কাহিনীকে, যেগুলোর প্রতিটিই হানা দিয়েছে মানবমনের অন্ধকার অলিগলিতে, নির্দয়ভাবে অন্বেষণ করেছে মানুষের অবচেতনে লুকিয়ে থাকা রিপুকে।
এতে রয়েছেঃ
লিলি ভীমরতি অপাংক্তেয় ডুবুরী রিভেঞ্জ অনাহুত
ইচ্ছাকৃতভাবেই কিছু গল্পে রয়েছে অতিপ্রাকৃত হাতছানি, যুক্তি যেখানে মূক হয়ে যায়, সেখানে হানা দেয় অশরীরী অলৌকিকতা। আবার কিছু গল্প বোনা হয়েছে একেবারেই সাধারণ সামাজিক আবরণে। কিছু গল্প কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, কিছু গল্প সেই সীমারেখা না অতিক্রম করলেও প্রাপ্তমনস্কদের জন্য বটেই।
সাদৃশ্য একটাই, প্রতিটা কাহিনীতেই রয়েছে অপরাধী, কিন্তু তারা কেউই তথাকথিত দাগী আসামী নয়। বরং, আশপাশের সুস্থ স্বাভাবিক মানুষের মনের অবচেতনে লুকিয়ে থাকা বিষেরই খোঁজ করা হয়েছে গোটা সংকলনে।