২২ শে শ্রাবণ! দিনটার সাথেই কেমন যেন এক বাঙ্গালির আবেগ জড়িয়ে আছে। সেদিনকার দিনটাও যেন আজকের দিনের মত। কাঠফাটা রোদ্দুর এর মাঝখান দিয়ে মেঘের আনাগোণা। এরকম একটা দিনে বাঙ্গালির কবি চলে গেলেন।
দিনের স্মৃতিচারণে যখন রবীপ্রেমিরা ব্যস্ত ঠিক এই সময় এক তরুণ বেড়িয়ে পড়ে তার প্রেমিকাকে নতুন করে খুজতে। জড়িয়ে পড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনায়। তার প্রেমিকা তার কাছে এক মরীচিকা,এক ভ্রম। এই ভ্রমকে ধরতে সে রবীন্দ্রনাথকে নিয়ে বেড়িয়ে পড়ে।
দিনের শুরুতে রবীন্দ্রনাথকে নিয়ে তরুণ বের হয়ে যায় তার প্রেমিকাকে খুজতে। ইশ্বর মনে হয় একটু ভিন্ন কিছু ভেবে রেখেছেন তরুণের জন্য। নানান ঘোরপ্যাচের মধ্য দিয়ে তরুণ নতুন করে আবিষ্কারের নেশায় ছুটছে সারদার পিছনে।
অবশেষে তরুণের হাতে ধরা দেবে কি সারদা? তরুণ আর সারদার প্রেমের আড়ালে ইশ্বরের খেলার যোগ-বিয়োগ কী?
একটা শ্রাবণ দিনের গল্প নিয়ে রচিত মনস্তাত্ত্বিক উপন্যাস "ভ্রম"। যে গল্পে এক তরুণ যেন হাজার তরুণকে নিয়ে বাচে। তরুণের বৃষ্টিমাখা দিনের উপাখ্যান হলো ভ্রম।
২২ শে শ্রাবণ! দিনটার সাথেই কেমন যেন এক বাঙ্গালির আবেগ জড়িয়ে আছে। সেদিনকার দিনটাও যেন আজকের দিনের মত। কাঠফাটা রোদ্দুর এর মাঝখান দিয়ে মেঘের আনাগোণা। এরকম একটা দিনে বাঙ্গালির কবি চলে গেলেন।
দিনের স্মৃতিচারণে যখন রবীপ্রেমিরা ব্যস্ত ঠিক এই সময় এক তরুণ বেড়িয়ে পড়ে তার প্রেমিকাকে নতুন করে খুজতে। জড়িয়ে পড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনায়। তার প্রেমিকা তার কাছে এক মরীচিকা,এক ভ্রম। এই ভ্রমকে ধরতে সে রবীন্দ্রনাথকে নিয়ে বেড়িয়ে পড়ে।
দিনের শুরুতে রবীন্দ্রনাথকে নিয়ে তরুণ বের হয়ে যায় তার প্রেমিকাকে খুজতে। ইশ্বর মনে হয় একটু ভিন্ন কিছু ভেবে রেখেছেন তরুণের জন্য। নানান ঘোরপ্যাচের মধ্য দিয়ে তরুণ নতুন করে আবিষ্কারের নেশায় ছুটছে সারদার পিছনে।
অবশেষে তরুণের হাতে ধরা দেবে কি সারদা? তরুণ আর সারদার প্রেমের আড়ালে ইশ্বরের খেলার যোগ-বিয়োগ কী?
একটা শ্রাবণ দিনের গল্প নিয়ে রচিত মনস্তাত্ত্বিক উপন্যাস "ভ্রম"। যে গল্পে এক তরুণ যেন হাজার তরুণকে নিয়ে বাচে। তরুণের বৃষ্টিমাখা দিনের উপাখ্যান হলো ভ্রম।