তারানাথ তান্ত্রিক চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের প্রথম তারানাথ তান্ত্রিক কাহিনীতে তারানাথের এইরূপ বর্ণনা পাওয়া যায় – একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতিবিনোদ, তারপর তারানাথের গুণ ও ক্ষমতার বর্ণনা। বিভূতিভূষণ তাঁর তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্পে মধুসুন্দরী দেবীর আবির্ভাব ও তারানাথ তান্ত্রিকের ক্ষমতাপ্রাপ্তির কথা বলেছেন। বিভূতিভূষণের তিরোধানের পর লৌকিক ও অলৌকিক ঘটনা নিয়ে বিভূতিভূষণ-পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কথা হত। তাইতেই উৎসাহিত হয়ে তারাদাস তারানাথ তান্ত্রিককে নিয়ে বেশ কয়েকটি উপাখ্যান লেখেন। সেগুলি একত্র করে ‘তারানাথ তান্ত্রিক’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।। তারানাথ তান্ত্রিক পাঠক মহলে সমাদৃত হওয়ায় সকলের অনুরোধে তারাদাস বন্দ্যোপাধ্যায় ‘অলাতচক্র’ নামে তারানাথকেন্দ্রিক উপন্যাসটি রচনা করেন। এটি কথাসাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পাঠকদের অনুরোধে বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিক কেন্দ্রিক দু’টি গল্প, তারাদাসের ‘তারানাথ তান্ত্রিক’ গ্রন্থটি এবং ‘অলাতচক্র উপন্যাস সবগুলি একত্র করে তারানাথ তান্ত্রিক সমগ্র গ্রন্থটি প্রকাশিত হল। আশা করি আগ্রহী পাঠকদের এই সমগ্ৰ সংকলনটি সন্তুষ্ট করবে।
তারানাথ তান্ত্রিক চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের প্রথম তারানাথ তান্ত্রিক কাহিনীতে তারানাথের এইরূপ বর্ণনা পাওয়া যায় – একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতিবিনোদ, তারপর তারানাথের গুণ ও ক্ষমতার বর্ণনা। বিভূতিভূষণ তাঁর তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্পে মধুসুন্দরী দেবীর আবির্ভাব ও তারানাথ তান্ত্রিকের ক্ষমতাপ্রাপ্তির কথা বলেছেন। বিভূতিভূষণের তিরোধানের পর লৌকিক ও অলৌকিক ঘটনা নিয়ে বিভূতিভূষণ-পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কথা হত। তাইতেই উৎসাহিত হয়ে তারাদাস তারানাথ তান্ত্রিককে নিয়ে বেশ কয়েকটি উপাখ্যান লেখেন। সেগুলি একত্র করে ‘তারানাথ তান্ত্রিক’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।। তারানাথ তান্ত্রিক পাঠক মহলে সমাদৃত হওয়ায় সকলের অনুরোধে তারাদাস বন্দ্যোপাধ্যায় ‘অলাতচক্র’ নামে তারানাথকেন্দ্রিক উপন্যাসটি রচনা করেন। এটি কথাসাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পাঠকদের অনুরোধে বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিক কেন্দ্রিক দু’টি গল্প, তারাদাসের ‘তারানাথ তান্ত্রিক’ গ্রন্থটি এবং ‘অলাতচক্র উপন্যাস সবগুলি একত্র করে তারানাথ তান্ত্রিক সমগ্র গ্রন্থটি প্রকাশিত হল। আশা করি আগ্রহী পাঠকদের এই সমগ্ৰ সংকলনটি সন্তুষ্ট করবে।