সমাজ ও আইন যখন ন্যায় বিচারে ব্যর্থ হয়, তখন পাপীর প্রায়শ্চিত্ত নিশ্চিতকরণের দায়িত্ব গ্রহণ করে আদিম এক প্রবৃত্তি। সেই প্রবৃত্তির নাম প্রতিশোধ। যে প্রবৃত্তির প্রজ্জ্বলিত রাস্তায় হেঁটে যাওয়া মানুষদের গুনতে হয় চরম মূল্য। কিন্তু সেই মূল্য প্রতিশোধ উন্মত্ত মানুষগুলোকে পথচ্যুত করতে ব্যর্থ হয়। কারণ প্রতিহিংসার অনলে দগ্ধ হওয়া সত্তা যেকোন মূল্য পরিশোধের জন্য প্রস্তুত থাকে।
জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে কিছু কারণ থাকে যা একজন মানুষকে নিয়ে যায় নিয়তির দিকে। সেই নিয়তির অমোঘ স্পর্শে অসম্ভব এক ঘটনার সাক্ষি হয়েছে অনির্বাণ। প্রবেশ করেছে বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা হিংস্র একটি জগতে, যেখানে কদর্য কিছু অস্তিত্বের বিপরীতে প্রতিনিয়ত জীবন বাজি রেখে লড়াই করে চলেছে অসাধারণ কয়েকজন যোদ্ধা।
সমাজ ও আইন যখন ন্যায় বিচারে ব্যর্থ হয়, তখন পাপীর প্রায়শ্চিত্ত নিশ্চিতকরণের দায়িত্ব গ্রহণ করে আদিম এক প্রবৃত্তি। সেই প্রবৃত্তির নাম প্রতিশোধ। যে প্রবৃত্তির প্রজ্জ্বলিত রাস্তায় হেঁটে যাওয়া মানুষদের গুনতে হয় চরম মূল্য। কিন্তু সেই মূল্য প্রতিশোধ উন্মত্ত মানুষগুলোকে পথচ্যুত করতে ব্যর্থ হয়। কারণ প্রতিহিংসার অনলে দগ্ধ হওয়া সত্তা যেকোন মূল্য পরিশোধের জন্য প্রস্তুত থাকে।
জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে কিছু কারণ থাকে যা একজন মানুষকে নিয়ে যায় নিয়তির দিকে। সেই নিয়তির অমোঘ স্পর্শে অসম্ভব এক ঘটনার সাক্ষি হয়েছে অনির্বাণ। প্রবেশ করেছে বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা হিংস্র একটি জগতে, যেখানে কদর্য কিছু অস্তিত্বের বিপরীতে প্রতিনিয়ত জীবন বাজি রেখে লড়াই করে চলেছে অসাধারণ কয়েকজন যোদ্ধা।