দহনকাল, যে পথে জেমস জয়েস হাঁটতেন, মৃদু মায়াময় হেমন্তের দিনগুলো- এইসব শিরোনাম থেকে আভাস মেলে জীবনের বিচিত্র বিষয় নিয়ে মুক্ত গদ্যের বই এটি । শিক্ষিত আধুনিক নিঃসঙ্গ ব্যক্তির দিনযাপনের আলো-আঁধারময় নানা চিত্র কথাসাহিত্যের রসে ভিজিয়ে পরিবেশিত হয়েছে ছোট ছোট লেখায়।
দহনকাল, যে পথে জেমস জয়েস হাঁটতেন, মৃদু মায়াময় হেমন্তের দিনগুলো- এইসব শিরোনাম থেকে আভাস মেলে জীবনের বিচিত্র বিষয় নিয়ে মুক্ত গদ্যের বই এটি । শিক্ষিত আধুনিক নিঃসঙ্গ ব্যক্তির দিনযাপনের আলো-আঁধারময় নানা চিত্র কথাসাহিত্যের রসে ভিজিয়ে পরিবেশিত হয়েছে ছোট ছোট লেখায়।