প্রশ্নটা চিরন্তন, প্রায় এক শতাব্দী থেকে ঘুরপাক খাচ্ছে রহস্যপ্রেমী লক্ষ-কোটি পাঠকের মনে। কে সেরা? শার্লক হোমস, নাকি এরকুল পোয়ারো? গোয়েন্দা হিসেবে দুজনের মাঝে কে এগিয়ে? এই কঠিন প্রশ্নের জবাব পাবার জন্য সার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির সৃষ্টি করা দুই বিশ্বসেরা গোয়েন্দাকে বন্দি করা হলো দুই মলাটের মাঝে, বাছাই করা নানা স্বাদের ছ’টি কাহিনির মাধ্যমে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ উপন্যাস, বাকিগুলো বড় গল্প। প্রতিটিতেই রয়েছে মাথাঘোরানো রহস্য, দমবন্ধ করা উত্তেজনা আর অকল্পনীয় একেকটি সমাধান। কে সেরা, সে-জবাব পাবেন কি না জানি না, তবে দুঁদে দুই গোয়েন্দার সান্নিধ্যে সময়টা যে চমৎকার কাটবে, সে নিশ্চয়তা বোধহয় চোখ বন্ধ করেই দেয়া যায়। তা হলে চলুন, পাঠক, হোমস আর পোয়ারোর সঙ্গী হই, ডুব দিই রহস্যের অতল সাগরে।
প্রশ্নটা চিরন্তন, প্রায় এক শতাব্দী থেকে ঘুরপাক খাচ্ছে রহস্যপ্রেমী লক্ষ-কোটি পাঠকের মনে। কে সেরা? শার্লক হোমস, নাকি এরকুল পোয়ারো? গোয়েন্দা হিসেবে দুজনের মাঝে কে এগিয়ে? এই কঠিন প্রশ্নের জবাব পাবার জন্য সার আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টির সৃষ্টি করা দুই বিশ্বসেরা গোয়েন্দাকে বন্দি করা হলো দুই মলাটের মাঝে, বাছাই করা নানা স্বাদের ছ’টি কাহিনির মাধ্যমে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ উপন্যাস, বাকিগুলো বড় গল্প। প্রতিটিতেই রয়েছে মাথাঘোরানো রহস্য, দমবন্ধ করা উত্তেজনা আর অকল্পনীয় একেকটি সমাধান। কে সেরা, সে-জবাব পাবেন কি না জানি না, তবে দুঁদে দুই গোয়েন্দার সান্নিধ্যে সময়টা যে চমৎকার কাটবে, সে নিশ্চয়তা বোধহয় চোখ বন্ধ করেই দেয়া যায়। তা হলে চলুন, পাঠক, হোমস আর পোয়ারোর সঙ্গী হই, ডুব দিই রহস্যের অতল সাগরে।