ম্যাও এর পর আসছে স্বয়ম্ভু সেনের দ্বিতীয় রহস্য কাহিনি " কথাকলি কোথায়?" এম এল এ সোমেন সরকার, একসময় শিশুপাচারের সঙ্গে নাম জড়িত থাকলেও প্রমাণ মেলেনি। গুপ্ত খবর, এখন মেয়েপাচারের সঙ্গেও নাকি যুক্ত। তাঁরই একমাত্র মেয়ে কথাকলি। নিরুদ্দেশ। পাচারকারীর মেয়েই পাচার হয়ে গেল? নাকি খুন? পালিয়েও যেতে পারে। কিন্তু কেন? দায়িত্ব বর্তাল গোয়েন্দা স্বয়ম্ভু সেনের কাঁধে। রহস্যের কানাগলি বেয়ে ছুটতে ছুটতে কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কালসাপ। কে? কেন? কীভাবে খেলছে? খেলার মধ্যে চলছে নাকি অন্য খেলা? এ শহরের কাছে গোয়েন্দা স্বয়ম্ভু হয়ে উঠল পর্নস্টার। আরও মর্মান্তিক, সহকারী শিবাঙ্গী বসুর শ্লীলতাহানি! খুঁজতে খুঁজতে কি স্বয়ম্ভু আর শিবাঙ্গীও নিখোঁজ হয়ে যাবে অন্ধকারের অতলে? গোয়েন্দা মানেই সে সবকিছু সমাধান করতে পারবে এমন তো নাও হতে পারে? নাকি পারবে? খুঁজে পাবে কথাকলিকে?
ম্যাও এর পর আসছে স্বয়ম্ভু সেনের দ্বিতীয় রহস্য কাহিনি " কথাকলি কোথায়?" এম এল এ সোমেন সরকার, একসময় শিশুপাচারের সঙ্গে নাম জড়িত থাকলেও প্রমাণ মেলেনি। গুপ্ত খবর, এখন মেয়েপাচারের সঙ্গেও নাকি যুক্ত। তাঁরই একমাত্র মেয়ে কথাকলি। নিরুদ্দেশ। পাচারকারীর মেয়েই পাচার হয়ে গেল? নাকি খুন? পালিয়েও যেতে পারে। কিন্তু কেন? দায়িত্ব বর্তাল গোয়েন্দা স্বয়ম্ভু সেনের কাঁধে। রহস্যের কানাগলি বেয়ে ছুটতে ছুটতে কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কালসাপ। কে? কেন? কীভাবে খেলছে? খেলার মধ্যে চলছে নাকি অন্য খেলা? এ শহরের কাছে গোয়েন্দা স্বয়ম্ভু হয়ে উঠল পর্নস্টার। আরও মর্মান্তিক, সহকারী শিবাঙ্গী বসুর শ্লীলতাহানি! খুঁজতে খুঁজতে কি স্বয়ম্ভু আর শিবাঙ্গীও নিখোঁজ হয়ে যাবে অন্ধকারের অতলে? গোয়েন্দা মানেই সে সবকিছু সমাধান করতে পারবে এমন তো নাও হতে পারে? নাকি পারবে? খুঁজে পাবে কথাকলিকে?