১৯৭১। রক্তক্ষয়ী যুদ্ধের কালো ছায়ায় দুই সম্পর্কহীন পথিক এক বিপন্ন যাত্রায় এগিয়ে চলে। একজন মাঝবয়সি, যার অভিজ্ঞ কাঁধে ইতিহাসের ভার, আর এক কিশোর, যে ভবিষ্যতের প্রতিচ্ছবি। দখলদার বাহিনীর আঘাতে ছিন্নভিন্ন বাস্তবতার ভেতর দিয়ে, অচেনা পথের ধুলো জড়াল দু’জনের পায়ে। সফরই গড়ে তুলল এক অনিশ্চিত সঙ্গ, সহযাত্রার টানে শুরু হলো পথচলা—নদী, বন, গ্রাম থেকে গ্রামান্তরে—অন্যের ঘর থেকে পরের শিবিরে। “সফরনামা” শুধু দুঃসময়ের দলিল নয়, বরং এমন এক সময়ের সাক্ষ্য যেখানে মানুষের সম্পর্ক, প্রতীক্ষা আর আশার মধ্যে বোনা হয় বেঁচে থাকার নতুন সংলাপ।
১৯৭১। রক্তক্ষয়ী যুদ্ধের কালো ছায়ায় দুই সম্পর্কহীন পথিক এক বিপন্ন যাত্রায় এগিয়ে চলে। একজন মাঝবয়সি, যার অভিজ্ঞ কাঁধে ইতিহাসের ভার, আর এক কিশোর, যে ভবিষ্যতের প্রতিচ্ছবি। দখলদার বাহিনীর আঘাতে ছিন্নভিন্ন বাস্তবতার ভেতর দিয়ে, অচেনা পথের ধুলো জড়াল দু’জনের পায়ে। সফরই গড়ে তুলল এক অনিশ্চিত সঙ্গ, সহযাত্রার টানে শুরু হলো পথচলা—নদী, বন, গ্রাম থেকে গ্রামান্তরে—অন্যের ঘর থেকে পরের শিবিরে। “সফরনামা” শুধু দুঃসময়ের দলিল নয়, বরং এমন এক সময়ের সাক্ষ্য যেখানে মানুষের সম্পর্ক, প্রতীক্ষা আর আশার মধ্যে বোনা হয় বেঁচে থাকার নতুন সংলাপ।