যারা আমেরিকায় বসবাস করে, তারা “আমেরিকান ড্রিম” অর্জনের পেছনে ছোটে। তারা চায় একটা বাড়ি, গাড়ি, স্বাস্থ্যসুবিধা সহ সকল মৌলিক নাগরিক সুবিধা। কিন্তু “বাংলাদেশি ড্রিম”, সেটা আবার কী? এরকম কোনো শব্দবন্ধ শোনা যায় না। তবে একজন বাংলাদেশী নাগরিক যদি ভয়হীনভাবে তার গড় আয়ুটা যাপন করে স্বাভাবিক মৃত্যুবরণ করে, তাহলে কি আমরা বলতে পারি যে সে “বাংলাদেশি ড্রিম” অর্জন করেছে?কিন্তু যে দেশে পদে পদে এত মৃত্যু, এত ভয়, সেখানে এই স্বপ্নটা বাস্তবায়িত করা দুঃসাধ্য নয় কি? মৃত্যুকে তো এড়ানো যায় না, কিন্তু ভয়হীন হওয়া যায় যদি?এই উপাখ্যানের চরিত্রগুলির কাছে সেটাই “বাংলাদেশি ড্রিম”।
যারা আমেরিকায় বসবাস করে, তারা “আমেরিকান ড্রিম” অর্জনের পেছনে ছোটে। তারা চায় একটা বাড়ি, গাড়ি, স্বাস্থ্যসুবিধা সহ সকল মৌলিক নাগরিক সুবিধা। কিন্তু “বাংলাদেশি ড্রিম”, সেটা আবার কী? এরকম কোনো শব্দবন্ধ শোনা যায় না। তবে একজন বাংলাদেশী নাগরিক যদি ভয়হীনভাবে তার গড় আয়ুটা যাপন করে স্বাভাবিক মৃত্যুবরণ করে, তাহলে কি আমরা বলতে পারি যে সে “বাংলাদেশি ড্রিম” অর্জন করেছে?কিন্তু যে দেশে পদে পদে এত মৃত্যু, এত ভয়, সেখানে এই স্বপ্নটা বাস্তবায়িত করা দুঃসাধ্য নয় কি? মৃত্যুকে তো এড়ানো যায় না, কিন্তু ভয়হীন হওয়া যায় যদি?এই উপাখ্যানের চরিত্রগুলির কাছে সেটাই “বাংলাদেশি ড্রিম”।