সুন্দরবন ও সীমান্ত ঘেঁষা নদী রায়মঙ্গল পাড়ের জনপদের কথা রাইমঙ্গল। বাঘ, সাপ, কুমির, কামটের সঙ্গে লড়াই করে এখানে বাস করে মৌয়াল, বাওয়াল, জেলেসহ নানা পেশাজীবী মানুষ। আছে বাগদি, মুন্ডা, মাহাতো, হিন্দু, মুসলমানেরও শত শত বছরের সহাবস্থানের ইতিহাস। এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মত কথা কয়।
তবে সুন্দরের এই শ্রীভূমির মধ্যে গত কয়েক দশক ধরে সুকৌশলে রোপণ করা হয়েছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বীজ। যা স্বার্থান্বেষীদের দেওয়া আলো-ছায়ায় কুঁড়ি থেকে মহিরুহ হয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে শিকড়। ক্রমাগত এখানে হানা দিচ্ছে ষড়যন্ত্র, সংঘাত, সেইসঙ্গে অবিশ্যম্ভাবী ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ। তবু সব পেরিয়ে বার বার মরেও তীব্র প্রাণশক্তি নিয়ে ঘুরে দাঁড়ায় রায়মঙ্গল পাড়ের মানুষ। রচিত হয় রাই সুন্দরীর মঙ্গলকথা...
সুন্দরবন ও সীমান্ত ঘেঁষা নদী রায়মঙ্গল পাড়ের জনপদের কথা রাইমঙ্গল। বাঘ, সাপ, কুমির, কামটের সঙ্গে লড়াই করে এখানে বাস করে মৌয়াল, বাওয়াল, জেলেসহ নানা পেশাজীবী মানুষ। আছে বাগদি, মুন্ডা, মাহাতো, হিন্দু, মুসলমানেরও শত শত বছরের সহাবস্থানের ইতিহাস। এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মত কথা কয়।
তবে সুন্দরের এই শ্রীভূমির মধ্যে গত কয়েক দশক ধরে সুকৌশলে রোপণ করা হয়েছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বীজ। যা স্বার্থান্বেষীদের দেওয়া আলো-ছায়ায় কুঁড়ি থেকে মহিরুহ হয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে শিকড়। ক্রমাগত এখানে হানা দিচ্ছে ষড়যন্ত্র, সংঘাত, সেইসঙ্গে অবিশ্যম্ভাবী ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ। তবু সব পেরিয়ে বার বার মরেও তীব্র প্রাণশক্তি নিয়ে ঘুরে দাঁড়ায় রায়মঙ্গল পাড়ের মানুষ। রচিত হয় রাই সুন্দরীর মঙ্গলকথা...