মেঘ ছিন্ন করে সূর্য আবার উঠবে, তেরােশত নদীর শরীরে ফের জোয়ার আসবে, তরঙ্গের মাথায় মাথায় মানুষের লক্ষ নৌকো আবার নাচবে, আবার ভূমিষ্ট হবে শিশু ক্রন্দন চিতকারে সে আবার জাগাবে গ্রাম, মানুষেরা অন্ধকারে লণ্ঠনের আলাে ফেলে দেখে নেবে মুখ, ভবিষ্যত, এই দেশ এই রাষ্ট্র এই মাতৃভূমি এই মাতৃবুক দুধে ভেসে যাবে, আবার এ আমাদেরই সৃষ্টি চেষ্টা যুদ্ধ প্রতিভায় মানচিত্রে দেখা দেবে কবিতার একেকটি অক্ষরের মতাে লক্ষ লক্ষ বাড়িঘর গ্রাম, এই নদীমাতা দেশ হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মতাে এক সুদীর্ঘ কবিতা।
মেঘ ছিন্ন করে সূর্য আবার উঠবে, তেরােশত নদীর শরীরে ফের জোয়ার আসবে, তরঙ্গের মাথায় মাথায় মানুষের লক্ষ নৌকো আবার নাচবে, আবার ভূমিষ্ট হবে শিশু ক্রন্দন চিতকারে সে আবার জাগাবে গ্রাম, মানুষেরা অন্ধকারে লণ্ঠনের আলাে ফেলে দেখে নেবে মুখ, ভবিষ্যত, এই দেশ এই রাষ্ট্র এই মাতৃভূমি এই মাতৃবুক দুধে ভেসে যাবে, আবার এ আমাদেরই সৃষ্টি চেষ্টা যুদ্ধ প্রতিভায় মানচিত্রে দেখা দেবে কবিতার একেকটি অক্ষরের মতাে লক্ষ লক্ষ বাড়িঘর গ্রাম, এই নদীমাতা দেশ হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মতাে এক সুদীর্ঘ কবিতা।