কিংবদন্তী আছে, অনেককাল আগে প্রতাপরাজা বিশাল এক পুকুর কাটিয়েছিলেন। সেইটে এতটাই বিশাল যে, তার নামই হয়ে গিয়েছিল দুধের সাগর বা দুধসায়র। সেই পুকুরের ঠিক মাঝখানে একটা মস্ত দ্বীপ, অন্তত দশ-বারোবিঘে তো হবেই। সেখানে ছিলো রাজার বাগানবাড়ি, এখন অনেকটাই ভেঙ্গেচুরে গেছে। সেখানে কেউ বড় একটা যায় না, তেমন কিছু নেইও সেখানে। কিন্তু দ্বীপটাকে ঘিরে হঠাৎ গাঁয়ের শান্তি নষ্ট হবার যোগাড়।
কিংবদন্তী আছে, অনেককাল আগে প্রতাপরাজা বিশাল এক পুকুর কাটিয়েছিলেন। সেইটে এতটাই বিশাল যে, তার নামই হয়ে গিয়েছিল দুধের সাগর বা দুধসায়র। সেই পুকুরের ঠিক মাঝখানে একটা মস্ত দ্বীপ, অন্তত দশ-বারোবিঘে তো হবেই। সেখানে ছিলো রাজার বাগানবাড়ি, এখন অনেকটাই ভেঙ্গেচুরে গেছে। সেখানে কেউ বড় একটা যায় না, তেমন কিছু নেইও সেখানে। কিন্তু দ্বীপটাকে ঘিরে হঠাৎ গাঁয়ের শান্তি নষ্ট হবার যোগাড়।