মিসির আলির সাথে আজ দেখা করতে এসেছে সুন্দর চেহারার ভদ্র একটি ছেলে। ছেলেটির নাম মুনির। মুনির খুবই চুপচাপ। অস্বাভাবিক রকমের চুপচাপ। মিসির আলি ছেলেটির বিষয়ে একপ্রকার আগ্রহ পাচ্ছেন। যা তার ক্ষেত্রে হওয়ার কথা নয়। তিনি নিরাসক্ত লোক। মুনিরের মাঝে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। মিসির আলি কি পারবেন সেই রহস্য ভেদ করতে? নাকি তার আরো অনেক কেসের মতো এটিও রয়ে যাবে - অমীমাংসিত?
মিসির আলির সাথে আজ দেখা করতে এসেছে সুন্দর চেহারার ভদ্র একটি ছেলে। ছেলেটির নাম মুনির। মুনির খুবই চুপচাপ। অস্বাভাবিক রকমের চুপচাপ। মিসির আলি ছেলেটির বিষয়ে একপ্রকার আগ্রহ পাচ্ছেন। যা তার ক্ষেত্রে হওয়ার কথা নয়। তিনি নিরাসক্ত লোক। মুনিরের মাঝে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে। মিসির আলি কি পারবেন সেই রহস্য ভেদ করতে? নাকি তার আরো অনেক কেসের মতো এটিও রয়ে যাবে - অমীমাংসিত?