সংশপ্তক বিগত যুগের কাহিনী। সংশপ্তক এ যুগের দর্পণ। সংশপ্তক ভাবীযুগের কল্লোল। সংঘাতে, বেদনায় ক্ষুব্ধ যে কাল—সে কালের মানুষ দরবেশ, ফেলু মিয়া, জাহেদ, সেকান্দার মাস্টার, রামদয়াল, অশোক, রমজান আর মোজাদ্দেদী সাহেব। জীবনসংগ্রামে যারা আজও হাল ছাড়েনি তাদেরই প্রতিভূ লেকু-কসির-হুরমতি। আর যারা ধরা পড়েছে যুগের দর্পণে, হার মেনেছে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, সেই রাবু, আরিফা, রানু, রিহানা কিংবা মালু—এরা সবাই মুখর ক্রান্তিলগ্নের উত্থান-পতনে। যুগধারার ত্রিবেণী সঙ্গমে এই নায়ক-নায়িকারা কেউ অসাধারণতার দাবিদার নয়। কিন্তু এরা সবাই অনন্যসাধারণ। এরা ইতিহাস।
সংশপ্তক বিগত যুগের কাহিনী। সংশপ্তক এ যুগের দর্পণ। সংশপ্তক ভাবীযুগের কল্লোল। সংঘাতে, বেদনায় ক্ষুব্ধ যে কাল—সে কালের মানুষ দরবেশ, ফেলু মিয়া, জাহেদ, সেকান্দার মাস্টার, রামদয়াল, অশোক, রমজান আর মোজাদ্দেদী সাহেব। জীবনসংগ্রামে যারা আজও হাল ছাড়েনি তাদেরই প্রতিভূ লেকু-কসির-হুরমতি। আর যারা ধরা পড়েছে যুগের দর্পণে, হার মেনেছে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, সেই রাবু, আরিফা, রানু, রিহানা কিংবা মালু—এরা সবাই মুখর ক্রান্তিলগ্নের উত্থান-পতনে। যুগধারার ত্রিবেণী সঙ্গমে এই নায়ক-নায়িকারা কেউ অসাধারণতার দাবিদার নয়। কিন্তু এরা সবাই অনন্যসাধারণ। এরা ইতিহাস।