সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু কামালকে নিয়ে পুরো লেখনী। একটা মানুষ যতটা ভাল হওয়া সম্ভব ঠিক তার থেকে একটু বেশিই ভাল কামাল। ছেলেটার চরিত্রটাই সম্পূর্ণই অদ্ভুত। আস্তে আস্তে লেখকের মনে জায়গা করে নেয় সে। লেখক সদা হাসিখুশী থাকা কামালের মধ্যে লুকিয়ে থাকা, অন্য এক বিষণ্ণ কামলাকে শীঘ্রই আবিষ্কার করেন। কামলারের জীবনে লুকিয়ে আছে একটা বিষাদমাখা অতীত। যেখানে একজন নারী আর কিছু আবেগ আর কিছু কঠিন বাস্তবতা। সেই নারীটি আর কেউ না কামালের প্রানপ্রিয় স্ত্রী। অসাধারন প্রেম আর ভালবাসায় ভরা দুটো প্রান, কিন্তু তারপরেও কিছু একটা ছিল কমতি। প্রেম আর ভালবাসার মধ্যে পার্থক্য টুকুকে লেখক তার অসাধারণ লেখনীর মাধ্যমে পাঠকের অন্তরে প্রবেশ করাতে চেয়েছেন।সম্পূর্ণ উপভোগ্য ভিন্ন স্বাদের এই বইটা শুরু শেষ পর্যন্ত পাঠকেরা যে হতাশ হবেন না তা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। শেষের দিকে,কামালের উক্তিতে-"আমার ভালবাসা এক জায়গায় আটকে ছিল।এখন সকলের মাঝে ছড়িয়ে দিয়েছি।তবে বুকটা ফাঁকা হয়ে আছে তো।সেটা থেকে মাঝে মাঝে একটা হাহাকার বেরিয়ে আসে।সেটা কার জন্য জানিনা।" কামালের সেই বিষাদমাখা অতীতকে জানতে হলে বইটা পড়ে দেখা জরুরী।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্ধু কামালকে নিয়ে পুরো লেখনী। একটা মানুষ যতটা ভাল হওয়া সম্ভব ঠিক তার থেকে একটু বেশিই ভাল কামাল। ছেলেটার চরিত্রটাই সম্পূর্ণই অদ্ভুত। আস্তে আস্তে লেখকের মনে জায়গা করে নেয় সে। লেখক সদা হাসিখুশী থাকা কামালের মধ্যে লুকিয়ে থাকা, অন্য এক বিষণ্ণ কামলাকে শীঘ্রই আবিষ্কার করেন। কামলারের জীবনে লুকিয়ে আছে একটা বিষাদমাখা অতীত। যেখানে একজন নারী আর কিছু আবেগ আর কিছু কঠিন বাস্তবতা। সেই নারীটি আর কেউ না কামালের প্রানপ্রিয় স্ত্রী। অসাধারন প্রেম আর ভালবাসায় ভরা দুটো প্রান, কিন্তু তারপরেও কিছু একটা ছিল কমতি। প্রেম আর ভালবাসার মধ্যে পার্থক্য টুকুকে লেখক তার অসাধারণ লেখনীর মাধ্যমে পাঠকের অন্তরে প্রবেশ করাতে চেয়েছেন।সম্পূর্ণ উপভোগ্য ভিন্ন স্বাদের এই বইটা শুরু শেষ পর্যন্ত পাঠকেরা যে হতাশ হবেন না তা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। শেষের দিকে,কামালের উক্তিতে-"আমার ভালবাসা এক জায়গায় আটকে ছিল।এখন সকলের মাঝে ছড়িয়ে দিয়েছি।তবে বুকটা ফাঁকা হয়ে আছে তো।সেটা থেকে মাঝে মাঝে একটা হাহাকার বেরিয়ে আসে।সেটা কার জন্য জানিনা।" কামালের সেই বিষাদমাখা অতীতকে জানতে হলে বইটা পড়ে দেখা জরুরী।